ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বৈশ্বিক খাদ্য-জ্বালানি সংকট নিয়ে আসিয়ানের উদ্বেগ

২০২২ নভেম্বর ১২ ২০:৪৩:২৭
বৈশ্বিক খাদ্য-জ্বালানি সংকট নিয়ে আসিয়ানের উদ্বেগ

আসিয়ান সম্মেলনের সাইড লাইন বৈঠকে অংশ নেয় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর প্রভাবে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশগুলোর নেতারা।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, যুদ্ধ ও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে যোগ হয়েছে খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। ঐক্যবদ্ধভাবে এগুলো মোকাবিলা করতে হবে আমাদের।

সদস্য রাষ্ট্র না হলেও এবারের আসিয়ান সম্মেলনে অংশ নেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সাইড লাইন বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেন থেকে সব সেনা প্রত্যাহার করলেই কেবল মস্কোর সঙ্গে আলোচনায় বসবে কিয়েভ। নিজেদের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানাতে আসিয়ানের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান কুলেবা।

এবারের আসিয়ান সম্মেলনে মিয়ানমারের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছে না। তবে দেশটির বিরুদ্ধে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে সম্মেলন থেকে। এরই মধ্যে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার ইস্যুতে সবাই ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে জাতিসংঘও ব্যর্থ হয়েছে। মিয়ানমারের সাধারণ মানুষের ভোগান্তি দেখা খুব কষ্টদায়ক।

হাবির/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর