ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা হবে’

২০২৩ নভেম্বর ২৭ ১৬:৪৩:১১
‘বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা হবে’

সোমবার (২৭ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।

ইসি আলমগীর বলেন, বিএনপি আসলে প্রয়োজনে তাদের সুবিধার্থে আমরা নির্বাচনের রিসিডিউল ঘোষণা করতেও সম্মত আছি।

তিনি বলেন, আমরা চাই, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে খেয়াল রাখতে হবে সংবিধানের যে কার্ট অব ডেট আছে তারমধ্যেই তারিখগুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হবে। আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য সবসময়ই স্বাগত জানাই। তারা নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল থানার ওসি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর