ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাজা থেকে লুট করা হার প্রেমিকাকে উপহার দিলেন ইসরাইলি সৈন্য

২০২৩ নভেম্বর ২৬ ১৮:১৩:৪৭
গাজা থেকে লুট করা হার প্রেমিকাকে উপহার দিলেন ইসরাইলি সৈন্য

রোববার (২৬ নভেম্বর) মিডল ইস্ট আই জানিয়েছে, সম্প্রতি সোস্যাল মিডিয়াগুলোতে এ সংক্রান্ত একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে।

তাতে দেখা যাচ্ছে- বেশ কয়েকজন দখলদার সৈন্য। এর মধ্যে একজনের হাতে রুপার একটি হার। ওই হারের দিকে ইশারা করে তিনি বলছেন- ‘নোয়া! দেখো, তোমার প্রেমিক গাজা থেকে তোমার জন্য একটি নতুন হার নিয়ে এসেছে।’

ভিডিওতে ওই সৈন্যকে আরো বলতে শোনা যায়- ‘এটির লকেট তো হৃদয়াকৃতির! খুব দামী। লকেটের ওপর লেখা “চিরদিন”।’

এ সময় পাশ থেকে এক সৈন্যকে বলতে শোনা যায়- ‘যাচাই করে দেখো তো এটি আসল কিনা?’ তখন ওই সৈন্য হারটি দাঁতে কামড় দিয়ে বলেন, ‘হাঁ, এটি আসল।’ সূত্র : মিডল ইস্ট আই

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর