ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘এমন ছাত্রলীগ চাই না’-ওবায়দুল কাদের

২০২২ ডিসেম্বর ০২ ১৭:০৯:৩২
‘এমন ছাত্রলীগ চাই না’-ওবায়দুল কাদের

আজ শুক্রবার বক্তব্যের একপর্যায়ে বিশৃঙ্খলা দেখা দিলে ছাত্রলীগের নেতাকর্মীর ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জয় ও লেখককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই। পোস্টার নামাতে বললাম, তারা নামায় না। এরা কারা, আমি খোঁজ নিচ্ছি। এত নেতা স্টেজে, তাহলে কর্মী কোথায়? এমন ছাত্রলীগ চাই না।’

তিনি বলেন, ‘এ ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ নয়। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর