ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আরাভকে ধরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তারই দোকান উদ্বোধনে হিরো আলম

২০২৩ নভেম্বর ২৪ ১২:১৪:৪৬
আরাভকে ধরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তারই দোকান উদ্বোধনে হিরো আলম

হিরো আলমকে প্রশ্ন করা হয়েছিল, পুলিশ হত্যাসহ ১২টি মামলার আসামি আরাভ খানের অনুষ্ঠানে কেন গেলেন? জবাবে তিনি বলেছিলেন- ‘কেউ তো আমাকে মানা করেনি। আমি যে দুবাইয়ে আসছি মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছে। কেউ আমাকে মানা করলে বিষয়টি ভেবে দেখতাম।’

এখানেই শেষ নয়। আসামি আরাভকে ধরিয়ে দিতেও পুলিশকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন, যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব। তিনি (আরাভ) যদি আসামি হয়ে থাকেন, তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব।’

তখন আলম এমন মন্তব্য করলেও কয়েক মাস পরেই আবারও সেই আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে দুবাই যান তিনি। নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় এমন খবর জানিয়েছেন হিরো আলম নিজেই।

মঙ্গলবার (২১ নভেম্বর) সোস্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ভিডিওতে হিরো আলম জানান, আগামী ২৬ নভেম্বর আরাভ খান মোবাইল পয়েন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন তিনি। ঠিকানা- সাবকা বাসস্ট্যান্ডের বিপরীতে আরবাজ সেন্টারে দেরা দুবাই। এসময় হিরো আলমের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরাভ খানকে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর