ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার 'ডিগবাজি' দিয়ে হেলিকপ্টারে জায়েদ খান!

২০২৩ নভেম্বর ২২ ১২:২৬:০৯
এবার 'ডিগবাজি' দিয়ে হেলিকপ্টারে জায়েদ খান!

ভিডিওতে দেখা যায়, ছবিটির মুক্তির প্রচারণা নিয়ে চিন্তিত ফারুকী। তার পাশে বসা মারজুক রাসেলের কাছে প্রথমে উপায় জানতে চান তিনি। মারজুক বল পাস করে দেন পাশে থাকা অভিনেতা-নির্মাতা আশুতোষ সুজনের দিকে। তিনিও উপায় না পেয়ে তার পাশে থাকা অভিনেতা নাসির উদ্দিন খানের কাছে সুপারিশ চান। কিন্তু তার পাশে থাকা শাহরিয়ার নাজিম জয়কে ইশারা করে নাসির বলেন, আমি তো শিশু ভাইরাল। ভাইরালের বাপ বসে আছে এখানে।

নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে ‘ভাইরাল’ খোঁজার মিশন। অভিনেতা জয়ও এই ইস্যুতে আত্মসমর্পণ করে বলেন, সবসময় ভাইরালের বাপ দিয়ে কাজ হয় না। কারণ বাপেরও বাপ আছে। জায়েদ খানকে দেখিয়ে বলেন, এই যে ভাইরালের দাদা। আপনি বলে দেন, কীভাবে কী করা যায়। পাঞ্জাবি পরে পারবেন তো ‘ডিগবাজি’ দিতে?

এর পরই ভিডিওচিত্রে আবির্ভূত হন সাদা পাঞ্জাবিতে সানগ্লাস পরা ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বরাবরের মতো নিজের হাতের দামি ঘড়ির ঢোল পেটানোর পর ‘ডিগবাজি’ প্রসঙ্গে জায়েদ বলেন– যে পারে, সে কাপড়সহ পারে, কাপড় ছাড়াও পারে। তার পর খোলা মাঠে দুটো ডিগবাজি দিয়ে হেলিকপটারে গিয়ে বসেন জায়েদ খান। হেলিকপ্টারের সিঁড়িতে বসে ফারুকীর ছবিটি সবাইকে দেখার বার্তা দেন তিনি। বলেন, ছবিটি দেখতে চোখ রাখতে হবে ৩০ নভেম্বর। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে।

গত ৮ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘অটোবায়োগ্রাফি’ সিনেমার ‘জোছনার ফুল’ গানটি। সেখানে দেখা গেছে ফারুকী-তিশার কন্যা ইলহামকে। যে গানটিকে সন্তানের প্রতি একটি বিশেষ চিঠি বলে উল্লেখ করেছিলেন এই দম্পতি। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ডিপজল, ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর