ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কোটি শেয়ার লেনদেন করেও ফ্লোর প্রাইসে আটক!

২০২৩ নভেম্বর ২১ ২৩:১১:৫০
কোটি শেয়ার লেনদেন করেও ফ্লোর প্রাইসে আটক!

আজ কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইস ১০ টাকা ২০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসেই আটকে থেকেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৮৩ লাখ ৪১ হাজার ৮১টি শেয়ার ১ হাজার ৮৯৭ বার হাতবদল হয়, যার বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকা।

দীর্ঘদিন ফ্লোর প্রাইস আটকে থাকা কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণা আসার পর পালে হাওয়া লাগে। এদিন প্রথম থেকেই লেনদেনে চমক দেখা যায়। এক পর্যায়ে শেয়ারটির দাম ১১ টাকা ২০ পয়সায় উঠে যায়।

গতকাল সিএন্ডএ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৮৭১টি। এটি কোম্পানিটির এযাবত কালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেন। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৩ লাখ। তারমধ্যে লেনদেনযোগ্য শেয়ার রয়েছে ১৮ কোটি ৬৩ লাখ।

৩০ জুন, সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১৯ পয়সা। যা আগের বছর ছিল ১০ পয়সা।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের ইপিএস-ও প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। যা আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ পয়সা।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর