ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবেই টাকা পাচার : ড. কামাল

২০২২ ডিসেম্বর ০১ ২০:১৪:৩০
বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবেই টাকা পাচার : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে সরকার বিদেশে টাকা পাচার করছে।

তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক, সরকার দেশের কথা একদমই মনে না রেখে বিদেশে অর্থ পাচার করছে। দেশের প্রতি তাদের আস্থা নেই। তারা নিজেরাও বাইরে চলে যাবে।’

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে গণফোরাম আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, জাতীয় অর্থনীতি রক্ষায় সবাইকে সংগঠিত ও সুরক্ষিত থাকতে হবে। ব্যাংক থেকে টাকা কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে- এসব বিষয় জানাতে হবে। প্রয়োজনে এসব অনিয়ম রোধে আইনি ব্যবস্থা নিতে হবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে গুরুত্ব না দিলে জাতীয় অর্থনীতিকে বাঁচানো যাবে না উল্লেখ করে কামাল হোসেন বলেন, অর্থনৈতিক অবস্থা খারাপ হলে বেকারত্ব বাড়বে, আয় কমবে, মানুষ ব্যবসা-বাণিজ্য হারাবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের দ্রুত ঐক্যবদ্ধ হয়ে এসব নেতিবাচক ও অসামাজিক কার্যকলাপ, বিশেষ করে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে হবে।

সব ক্ষেত্রেই অব্যবস্থাপনা, পক্ষপাতিত্ব ও দুর্নীতির কারণে দেশ এক ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, দেশের কিছু দুর্নীতিবাজ ও স্বার্থপর মহলের জন্য মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জন বিসর্জন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দলাদলির সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। ফলে অর্থপাচার, লুটপাট মহামারী আকার ধারণ করছে। একটি সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল ও জনগণকে একত্রিত হয়ে জাতীয় ঐক্যমত গঠন করতে হবে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর