ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ার আত্মসাত মামলায় ৩ জনের ৮ বছর কারাদণ্ড

২০২৩ নভেম্বর ১৯ ২০:৩৪:০৪
শেয়ার আত্মসাত মামলায় ৩ জনের ৮ বছর কারাদণ্ড

তবে সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপর আসামি আব্দুল আলমির ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত গত বুধবার এই রায় ঘোষণা করেন।

রায় শেষে ৩ জনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তবে রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল কাদের নামের ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানার ফাহিম আল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইজাজ উদ্দিন আহমেদ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এই মামলার বিচার চলাকালীন আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার অভিযোগে সিরাজুল ইসলাম চৌরাঙ্গা ব্রিকস অ্যান্ড ডেভেলপারস কোম্পানির ১০০ টাকা মূল্যের চার হাজার শেয়ারের মালিক ছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান। উত্তরাধিকার সূত্রে মামলার বাদী ফাহিম আল ইসলাম ৮৭৫টি শেয়ারের মালিক হন। তবে আসামিরা জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন। এর মাধ্যমে আসামিরা ৪ হাজার শেয়ার আত্মসাৎ করে।

মার্কেট আওয়ার/আউয়াল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর