ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কানাডার টিভি ক্যামেরায় বঙ্গবন্ধুর খুনি নূর

২০২৩ নভেম্বর ১৮ ১৪:২৬:১৫
কানাডার টিভি ক্যামেরায় বঙ্গবন্ধুর খুনি নূর

ওই প্রতিবেদনে নূরের অপরাধ নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু হত্যা মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিও। সিবিসির রেডিও সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করলেও ক্যামেরা হাতে টেলিভিশনটির ফিফথ স্টেটের সাংবাদিকদের দেখে পালিয়ে যান তিনি।

জানা গেছে, টরোন্টো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ছোট্ট এলাকা ইটোবিকোতে একটি কনডোমিনিয়ামের তিনতলায় থাকেন ৭০ বছর বয়সী নূর। ওই বাসায় প্রতিদিন বিকেলে ব্যালকনিতে আসেন ফুলের পরিচর্যা করতে।

ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তভাবে জীবনযাপন করা এই বৃদ্ধই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ম্যান, নূর চৌধুরী। যাকে প্রথমবার ক্যামেরায় দেখা গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন দেশে কূটনীতিকের চাকরি করেন নূর। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে হংকং থেকে পালিয়ে কানাডায় চলে যান।

২০০৬ সালে শরণার্থী আবেদন নাকচ করে নূরকে দেশত্যাগের নির্দেশ দেয় কানাডা। কিন্তু দেশে ফিরলে মৃত্যুদণ্ড হবে জানিয়ে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি আবেদন করেন তিনি। আর এভাবেই কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগান নূর।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর