ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শ্যামপুর সুগার মিল চালু করতে কমিটি গঠন

২০২৩ নভেম্বর ১৭ ২১:২৭:৫৩
শ্যামপুর সুগার মিল চালু করতে কমিটি গঠন

বিএসএফআইসি পরিচালক (উৎপাদন) আট সদস্যের ওই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটিকে আদেশ জারির ১০ দিনের মধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার পর মিলটির ব্যবসায়িক পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্যামপুর চিনিকলের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আগের বছরগুলোর ধারাবাহিকতায় নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরে শেয়ার প্রতি ৪৩ টাকা ৬২ পয়সা লোকসান করেছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৩ টাকা ০৩ পয়সা।

কোম্পানি সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে শ্যামপুর সুগার মিলের উৎপাদন বন্ধ রয়েছে।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে দীর্ঘমেয়াদী ঋণ দাঁড়িয়েছে ৩১ কোটি ১০ লাখ টাকায় এবং স্বল্পমেয়াদী ঋণ ১৯৪ কোটি ৭৮ লাখ টাকায় দাঁড়িয়েছে।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যমপুর সুগারের ৫১ শতাংশ শেয়ারের মালিক সরকার। বিপরীতের সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে ৪৭.৬৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১.৩৪ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বররে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) সুগার মিলগুলির লোকসানের বোঝা কমাতে শ্যামপুর সুগার মিলসহ ছয়টি রাষ্ট্র পরিচালিত চিনিকলের কার্যক্রম বন্ধ করে দেয়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর