ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

২০২৩ নভেম্বর ১৬ ০৯:৫৮:২৯
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

অভিযুক্তরা হলেন, বখতিয়ার চৌধুরী শাহিন, নুর মোহাম্মদ সিকদার এবং রুবেল হোসেন। তবে প্রাথমিকভাবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ককটেল ফাটিয়ে পালানোর সময় রাস্তায় পড়ে যায় অভিযুক্তরা। এ সময় আশপাশে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধরে বেধড়ক মারতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদের ছাড়াতে চাইলেও পুলিশের সামনেই তাদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ছাত্রলীগের মাদরাসাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি রোকেয়া হল হয়ে টিএসসির দিকে আসছিলাম। আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ৪-৫ টা ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ করে তিনজনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতেনাতে ধরি। তাদের নাম বখতিয়ার চৌধুরী শাহিন, নুর মোহাম্মদ সিকদার এবং রবেল হোসেন।

এ বিষয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তিন জনকে আটক করে শাহাবাগ থানায় দেওয়া হয়েছে। মোট পাঁচটি ককটেল তারা এনেছিল। তার মধ্যে চারটির বিস্ফোরণ হয়েছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর