ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফের ৫২ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

২০২২ নভেম্বর ৩০ ১৮:৫৯:৫৭
ফের ৫২ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

বিআরটির সড়ক উন্নয়ন প্রকল্প কাজের কারণে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে এ পরামর্শ দিয়েছে বিআরটি।

মঙ্গলবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী ৪টি লেনের মধ্যে দুটিতে ১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। সড়কটিতে সাময়িক অসুবিধার জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩ নভেম্বর একই এলাকায় উন্নয়ন কাজের কারণে যাত্রীদের ৭২ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল বিআরটি কর্তৃপক্ষ।

পরে ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিকল্প ব্যবস্থায় সড়ক চালু থাকবে।

বিআরটি প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। এ নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের। এই রুটে নিয়মিত চলাচল করেন এমন লোকজন প্রায়ই নিজেদের দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। এই প্রকল্পের কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় সড়কে। যানজটের কারণে বিমানের ফ্লাইট ধরতে না পেরে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর