ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের নিরব কান্না

২০২২ নভেম্বর ৩০ ১৭:২৬:১৭
ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের নিরব কান্না

চার মাসে কোম্পানিটির শেয়ার দর ৮০ টাকা থেকে বেড়ে ৯৭১ টাকায় উঠার পর বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। কোম্পানিটির শেয়ার নিয়ে কোন প্রকার কারসাজি হচ্ছে কি না- এ বিষয়ে তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তদন্ত কমিটিকে। কমিটি করার পর থেকে প্রায় দুই মাস অতিক্রম হলেও এখন তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। কিন্তু তদন্ত কমিটি ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ার দর কমতে থাকে লাগামহীনভাবে।

ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর যখন ৯৭১ টাকায় লেনদেন হয় তখনও বিনিয়োগকারীরা এই শেয়ারে বিনিয়োগ করেছে। কারণ কারসাজি চক্র আওয়াজ দিয়েছে ২-৩ হাজার টাকায় যাবে এই শেয়ার। সেখান থেকে শেয়ার দর কমে বর্তমানে অবস্থান করছে ৪৮৫ টাকায়। গত ১৩ কার্যদিবসে শেয়ারটির দর কমেছে ৪৮৪ টাকা বা ৫০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, কিছুদিন যাবত শেয়ারটির দর প্রতিদিনই ক্রেতা সংকটে থাকছে। বিনিয়োগকারীরা চাইলেও তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করতে পারছে না। কারণ লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লাখ লাখ শেয়ারের বিক্রেতা দাঁড়িয়ে যাচ্ছে। যেখানে চড়া দরে প্রতিদিন লাখ লাখ শেয়ারের ক্রেতা দেখা গেছে, সেখানে এখন প্রতিদিনই ক্রেতাশুন্য অবস্থায় যৎসামান্য শেয়ার কেনাবেচা হচ্ছে।

এখন প্রশ্ন হলো- ৯৭১ টাকায় যেসব বিনিয়োগকারী শেয়ারটি কিনেছে, তাদের এখন কি অবস্থা? তাদের এই অবস্থার জন্য কে দায়ী? শুধু কি তদন্ত কমিটি করেই নিজেদের দায়িত্ব পালন করছে নিয়ন্ত্রক সংস্থা? অথবা কোন একটি চক্রকে লাভবান করানোর ভুমিকায় তারা অবতীর্ণ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি সর্বপ্রথম ২০১৫ সালে ডিভিডেন্ড দেয়। ওই বছর বিনিয়োগকারীদের ক্যাশ ১৩ শতাংশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটি। এরপর ২০২১ সাল পর্যন্ত ডিভিডেন্ডের ধারাবাহিকতা ধরে রাখে প্রতিষ্ঠানটি।

ডিভিডেন্ড তথ্যে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর ক্যাশ ১৪ শতাংশ করে ডিভিডেন্ড দিয়েছে ওরিয়ন ইনফিউশন। ২০২০ ও ২০২১ সালে ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এ বছর ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। বাজারে গুঞ্জন ছিল কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার দেবে। কিন্তু এখন সেই গুঞ্জন কেবল গুঞ্জনেই পরিণত হয়েছে।

উল্লেখ্য, ওরিয়ন ইনফিউশনের পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা দুই কোটি তিন লাখ ৫৯ হাজার ৭৬০টি।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর