ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম!

২০২৩ নভেম্বর ১২ ১০:২৪:৫৯
অধিনায়কত্ব হারাচ্ছেন বাবর আজম!

জানা যায়, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে থেকেই এ বিষয়ে বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়। বাবর আজমের অধিনায়কত্ব অব্যাহত রাখার সম্ভাবনা এখন খুবই কম। তবু কিছু মহল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের কাছে প্রস্তাব দিয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাবরকে অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে হবে। আগামী দিনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশিদের ওপর নির্ভর না করে স্থানীয় কোচ নিয়োগের দিকে নজর দেওয়ার কথা ভাবছে বোর্ড। এ বিষয়ে সাবেক ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে শনিবারও (১১ নভেম্বর) ম্যাচশেষে অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয় বাবরকে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি নিজে অধিনায়কত্ব ছাড়তে চান? ইডেন ছাড়ার আগে এই প্রশ্নের জবাব দেন পাকিস্তানের অধিনায়ক। বাবর বলেন, আমরা বিশ্বকাপে অনেক ভুল করেছি। সেগুলো শুধরাতে হবে। তবে এর মধ্যেও কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। সেগুলো নিয়ে আলোচনা করব। এখনো অধিনায়ক থাকতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভালো দল তৈরি করতে চাই।

বাবরের এ উত্তর থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি নিজে নেতৃত্ব ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়ে কী ভাবছে তা এখনো নিশ্চিত নয়।

এদিকে পাক অধিনায়ক বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য একটি ম্যাচকে দায়ী করেছেন আর সেটি হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার। বাবর বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হার সব বদলে দিয়েছে। ওই ম্যাচটিতে জয় পেলে পরের ছবিটা অন্য রকম হতো। তার আগে আমরা ভালো খেলছিলাম। ওই একটা হার আমাদের মনোবলে বড় ধাক্কা দেয়।

তবে বাবর এ ও স্বীকার করেছেন যে, পাকিস্তান ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অনেক ভুল করেছেন। যার খেসারত দিতে হয়েছে পুরো দলকে। বাবর বলেন, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। এটা স্বীকার করতেই হবে। আমরা প্রতি ম্যাচে ২০-৩০ রান বেশি দিয়েছি। ক্যাচ ফেলেছি। স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে ব্যর্থ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে না পারলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জয় কঠিন। সেসব ভুল আমাদের শুধরাতে হবে।

২০১১ সালের বিশ্বকাপের পর থেকে এ নিয়ে টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে অনেক ক্রিকেটবোদ্ধাই পাকিস্তানকে শেষ চারে দেখছিল। কিন্তু সবাইকে হতাশ করেছেন বাবররা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর