ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাজী নজরুলের গান বিকৃতির অভিযোগ, বিতর্কের মুখে এ আর রহমান

২০২৩ নভেম্বর ১০ ১৫:৩০:২৩
কাজী নজরুলের গান বিকৃতির অভিযোগ, বিতর্কের মুখে এ আর রহমান

‘পিপ্পা’ সিনেমা পরিচালনা করেছেন রাজাকৃষ্ণ মেনন। শুক্রবার (১০ নভেম্বর) মুক্তি সেটি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে। প্রকাশ হয়েছে এর গানও। ওই সিনেমায় ‘কারার ওই লৌহ কপাট’ গানটি গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। তারা হলেন, তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ আরেকজন লিখেছেন, ‘সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকিভাগ এটা শুনে আসছে না।’ এই ছবিতে অভিনয় করেছেন–ইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর