ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাজা নিয়ে পরিকল্পনার কথা জানালেন নেতানিয়াহু

২০২৩ নভেম্বর ১০ ১১:০২:৪৮
গাজা নিয়ে পরিকল্পনার কথা জানালেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা উপত্যকা জয়, দখল বা শাসন করতে চাইছে না।

ফক্স নিউজকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গি হুমকির উত্থান ঠেকাতে প্রয়োজনে গাজায় প্রবেশের জন্য একটি 'বিশ্বাসযোগ্য বাহিনী' প্রয়োজন হবে।

তিনি বলেন, 'আমরা গাজা জয় করতে চাচ্ছি না, আমরা গাজা দখল করতে চাচ্ছি না এবং আমরা গাজা শাসনও করতে চাইনা।' সেখানে একটি বেসামরিক সরকার দরকার বলে জানান নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েল নিশ্চিত করতে চায় গত ৭ অক্টোবরের মতো যেন আর হামলা না হয়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।

এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারে

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর