ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পুলিশের গাড়ির ভেতর বিস্ফোরণ, উড়ে গেল কবজি

২০২৩ নভেম্বর ০৮ ২২:৪৪:১০
পুলিশের গাড়ির ভেতর বিস্ফোরণ, উড়ে গেল কবজি

আজ বুধবার (৮ নভেম্বর) বিকালে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলো—প্রবীর, ফুয়াদ, খোরশেদ, আশিকুল ও বিপুল। তাদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তার ডান হাতের কবজি উড়ে গেছে।

ফুয়াদকেসহ খোরশেদ ও আশিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবীর ও বিপুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে।

পুলিশের একটি সূত্র জানায়, এপিসি কারের ভেতরে পুলিশ সদস্যদের অসাবধানতায় বিস্ফোরণ ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘বুধবার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট আটজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে সকালে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। বিকালে এপিসি কারে বিস্ফোরণে আহত হয়েছে কয়েকজন। গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর