ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

‘দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে’

২০২৩ নভেম্বর ০৮ ১৭:০২:২৭
‘দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে’

বুধবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী তাজুল ইসলাম।

মো. তাজুল ইসলাম বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলেন, মিছিল-মিটিং করেন, তারাই পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। তারা ২১ বছর ক্ষমতায় থাকাকালে এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে সব প্রতিকূলতা মোকাবিলা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত। বিকল্প ধারা আমাদের শরিক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বিকল্প ধারাসহ সব শরিকদল অঙ্গীকারাবদ্ধ। আর আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সব প্রতিকূলতার মোকাবিলা করতে হবে।’

এ সময় সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার—এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণের বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সংবিধানের ধারবাহিকতা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথাসময়ে গঠিত হবে।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর