ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ১০ দিনে ১১২ মামলায় গ্রেপ্তার ১৬৩৬

২০২৩ নভেম্বর ০৭ ১৯:৫৬:৩৩
রাজধানীতে ১০ দিনে ১১২ মামলায় গ্রেপ্তার ১৬৩৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান।

তিনি জানান, ডিএমপির আটটি বিভাগের মধ্যে মতিঝিল বিভাগে মামলা হয়েছে সবচেয়ে বেশি। এই বিভাগে মোট মামলার সংখ্যা ৩৫। মতিঝিল বিভাগের আওতায় পল্টন থানায় সবচেয়ে বেশি ১৫টি মামলা হয়েছে।

সবচেয়ে বেশিসংখ্যক গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। গত ১০ দিনে সহিংসতা-সংঘর্ষের ঘটনায় করা ২০ মামলায় এই বিভাগে গ্রেপ্তার করা হয়েছে মোট ৩৬৬ জনকে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডিএমপিতে মোট ১১২টি মামলায় সোমবার (৬ নভেম্বর) পর্যন্ত এক হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সোমবার রাজধানীতে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর