ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাকিবের বিশ্বকাপ শেষ

২০২৩ নভেম্বর ০৭ ১৭:১৩:৩৬
সাকিবের বিশ্বকাপ শেষ

গতকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। সেই সময় ব্যথানাশক ট্যাবলেট খেয়ে খেলেছেন টাইগার অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয়, তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার।

বিষয়টি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘ইনিংসের শুরুতে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব কিন্তু, ব্যথানাশক ওষুধ খেয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানোর পর টাইগার অধিনায়কের হাতে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। রিহ্যাবের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) দেশে ফিরবেন সাকিব।’

আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। চলতি বিশ্বকাপের আগেও চোটে পড়েছিলেন সাকিব। ফুটবল নিয়ে দলের অনুশীলন চলাকালে তিনি পায়ে ব্যথা পান।

যদিও প্রস্তুতি ম্যাচে না থাকা বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপের শুরুর তিন ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের মাঝপথে আরও একবার ইনজুরির শঙ্কা ছিল সাকিবের। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে আবারও চোট পান সাকিব। এরপর ভারতের সঙ্গে ম্যাচটিতে তিনি একাদশে ছিলেন না।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর