ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েল থেকে ৯ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

২০২৩ নভেম্বর ০৭ ১২:০৩:৪৯
ইসরায়েল থেকে ৯ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে। সহসাই ইসরায়েল এই অভিযান বন্ধ করছে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে।

গাজার ইসরায়েলের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে অনেক দেশ। সেইসঙ্গে ইতিমধ্যে অনেক দেশই ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।

সবশেষ দক্ষিণ আফ্রিকা ও চাদ ইসরায়েল থেকে তাদের দূত সরিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, এখন পর্যন্ত নয়টি দেশ ইসরায়েল থাকে রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছে। এসব দেশগুলো হচ্ছে, বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক।

মার্কেট আওয়ার/আউয়াল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর