ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ ইইউর

২০২৩ নভেম্বর ০৫ ২৩:৩২:৪৪
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ ইইউর

তিনি বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতাসহ তিনজন নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এর পর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

মার্কেট আওয়ার/আউয়াল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর