ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাকার পর নারায়ণগঞ্জ ও ভোলায় ২ বাসে আগুন

২০২৩ নভেম্বর ০৫ ০৬:৫৮:১৬
ঢাকার পর নারায়ণগঞ্জ ও ভোলায় ২ বাসে আগুন

শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

মার্কেট আওয়ার/আওয়াল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর