ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস তুললে সাধারণ বিনিয়োগকারা সর্বস্বান্ত হয়ে যাবে

২০২২ নভেম্বর ২৯ ১৬:৫৭:২১
ফ্লোর প্রাইস তুললে সাধারণ বিনিয়োগকারা সর্বস্বান্ত হয়ে যাবে

মঙ্গলবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এমন মন্তব্য করে একটি পোস্ট দিয়েছেন শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

তিনি তার ফেসবুকে লিখেছেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা শুধুমাত্র পুঁজিবাজার কেন্দ্রিক বিষয়, তা নয়। সামগ্রিক অর্থনৈতিক অবস্থার একটা প্রভাব এই বাজারে দেখা যাচ্ছে। যারা বলছেন ফ্লোর প্রাইস বাঁধা, আমার কাছে মোটেও এটা মনে হচ্ছে না, বরং শেয়ার ক্রয়ে অনীহা এবং ধীরে চলা নীতিতে আছেন যাদের ক্রয় ক্ষমতা আছে। অন্যদিকে প্রায় ৯ মাসের বাজার সংশোধনের কারণে, অনেকটা নিরুপায় হয়ে, সাধারণ বিনিয়োগকারীদের বাঁচাতেই ফ্লোর প্রাইস দেয়া। তাই ফ্লোর প্রাইস নিয়ে কোন গুজবে দয়া করে কেউ কান দিবেন না,কারণ বাজার পরিস্হিতি স্বাভাবিক না হলে, ফ্লোর প্রাইস নিয়ে নতুন কোন সিদ্ধান্ত আসবে না, এমনটাই জানানো হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। যাদের ক্রয় ক্ষমতা আছে, তারা ক্রয় করেন, অথবা বসে থাকেন, তবুও ফ্লোর প্রাইস নিয়ে কোন ধরনের চাপ দিবেন না, কারণ আপনারা সুবিধা পেলেও যাদের মার্জিন আছে, তারা শেষ হয়ে যাবে। তাই নিজের অতি মুনাফার জন্যে অন্যের জীবন নিয়ে নিতে পারেন না। কারণ যারা সব হারাবে তারা যদি ফ্লোর প্রাইসের জন্য বাজারে টিকে থাকে,তাহলে আপনাদেরই সুবিধা। তাই সবার ভালোর জন্য ফ্লোর প্রাইস রাখতে হবে,ফ্লোর প্রাইস থাকতে হবে।

শেয়ারবাজার আলোচক ও আমায়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সেরনিয়াবাত বলেছেন, সাধারণ বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২৮ জুলাই শেয়ারবাজারে দ্বিতীয় দফা ফ্লোর প্রাইস আরোপ করেছিল। তিনি বলেন, বিএসইসির দূরদর্শী ও কৌশলী সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হওয়া থেকে রক্ষা পেয়েছেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইএ’র অন্যতম পরিচালক আসলাম সেরনিয়াবাত বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে। যে কারণে শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব লক্ষণীয়। তবে বাংলাদেশ ধীরে ধীরে সেই মন্দাভাব কাটিয়ে উঠছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসলাম সেরনিয়াবাত বলেন, ব্যাংকগুলোকে শেয়ারবাজারে স্বাভাবিক আচরণে ফেরানোর চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারপরও কিছু কিছু কারণে ব্যাংকগুলো শেয়ারবাজারমুখী হতে পারছে না। সেগুলোকে চিহ্নিত করে সমাধান করা গেলে ব্যাংকগুলো শেয়ারবাজারে স্বাভাবিক আচরণে ফিরবে। তখন পর্যায়ক্রমে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার চিন্তাভাবনা করতে পারবে বিএসইসি।এ মূহুর্তে ফ্লোর প্রাইস তুললে সাধারণ বিনিয়োগকারা সর্বস্বান্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন।

এসএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর