ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের হয়ে আর খেলবেন কিনা জানালেন তামিম

২০২৩ নভেম্বর ০৩ ২০:৪৮:২৫
দেশের হয়ে আর খেলবেন কিনা জানালেন তামিম

তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে গিয়ে টানা ৬ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই সবার আগে বিদায় নেয় বাংলাদেশ। শুধু তাই নয়! মাত্র এক ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের নবম পজিশনে থাকা বাংলাদেশ- শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে চলমান বিশ্বকাপে ১০ দলের মধ্যে সেরা ৮ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে।

বিশ্বকাপ দলে তামিম ইকবালের ঠাঁই না হলেও দলের জন্য দোয়া করতে বলেছেন। সেই সঙ্গে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) এক অনুষ্ঠানে এই ওপেনার বলেছেন, ‘আমি খেলছি বা খেলছি না- এটা সত্যিই কোনো ম্যাটার করে না। বাংলাদেশ দল খেলছে, আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন। তাদের উদ্দেশ্যে দেশ থেকে আমাদের ভালোবাসা দিতে হবে৷ এমনকি তাদের পরিবারকেও৷’

এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জানি না খেলব নাকি খেলবো না সামনের দিনগুলোতে; যদি খেলি তাহলে মাঠে দেখবেন৷ আর যদি না খেলি তাহলে আবারো সেই একই কথা বলব৷ দোয়া কইরেন আমার জন্য।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর