ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পদত্যাগের জন্য সরকারকে সাত দিন সময় দিল ইসলামী আন্দোলন

২০২৩ নভেম্বর ০৩ ১৮:০৫:০৬
পদত্যাগের জন্য সরকারকে সাত দিন সময় দিল ইসলামী আন্দোলন

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ থেকে এসব ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলনে আমির বলেন, ২০২৩ সালের ১০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। যত নিবন্ধিত দল আছে এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব ওলামায়ে কেরামকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

রেজাউল করীম বলেন, সরকার এসব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলসমূহের সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছে।

আজ বেলা দুইটায় শুরু হয় দলটির মূল সমাবেশ। একে একে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় নেতাদের বক্তব্যে উঠে আসে শ্রমিক আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরোধীদলীয় নেতাদের ধরপাকড়সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়। সব শেষে সভাপতির বক্তব্য দিতে মঞ্চে ওঠেন দলটির আমির মুফতি রেজাউল করীম।

রেজাউল করীম বলেন, ‘সরকারের কাছে একটা মেসেজ দিতে চাই, সেই ’১৮ সালের মতো নির্বাচন ’২৪ সালে এই দেশে হবে না। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, তাতে সবার এক দফা এক দাবি—একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আর এই দাবি কি ন্যায্য নাকি অন্যায্য? ৩ নভেম্বর সরকারের মেয়াদ শেষ। তাই আমরা এই দিনে এই মহাসমাবেশ করেছি। আমাদের এক দাবি—জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে হবে।’

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ সব বিরোধী মতকে ধ্বংসের চেষ্টা করেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্যে সংবিধানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং আইন বিভাগকে ধ্বংস করেছে। এই সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেছে। বাংলাদেশের জনগণ এই সরকারকে বিশ্বাস করে না, জনগণ তাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে সংলাপ ডেকে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ, উপদেষ্টা মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উপদেষ্টা মুফতি এসহাক মো. আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলাম।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর