ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

২০২৩ নভেম্বর ০৩ ১১:৩৬:৩১
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৮০ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেন্ড ওয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৩৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৯১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার, সোনালী আঁশের ৬৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৪৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ৪০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর