ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

২০২৩ নভেম্বর ০৩ ০৮:০৩:২৯
পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

ওয়াশিংটন যে বার্তাই দিক সেগুলো ছাড়িয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গতিবিধি এখন দেশের সর্বত্র আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (০২ নভেম্বর) পরাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন।

তাদের বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। বৈঠক শেষে পদ্মা থেকে বের হন পিটার হাস। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। সোজা গাড়ীতে উঠে চলে যান।

অন্যদিকে, পদ্মার বাইরে অপেক্ষমান কিছু গণমাধ্যমকর্মী আশা করছিলেন অন্তত পররাষ্ট্র সচিব বৈঠক নিয়ে কথা বলবেন। কিন্তু একই ভেন্যুতে অন্য প্রোগ্রাম থাকায় সচিবকে আর পায়নি গণমাধ্যম।

একই দিন বেলা আড়াইটায় শ্রীলঙ্কাকে মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।

কিন্তু ওই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের থেকে কোনো প্রশ্ন নেওয়া হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্থান ত্যাগ করেন পররাষ্ট্র সচিব।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর