ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পরিশোধিত মূলধন বাড়বে অ্যাম্বি ফার্মা

২০২৩ নভেম্বর ০২ ২০:১৬:২২
পরিশোধিত মূলধন বাড়বে অ্যাম্বি ফার্মা

জানা যায়, কোম্পানির পরিশোধিত মূলধন বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে ২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মূলধন বাড়ানো হবে ২৭ কোটি ৬০ লাখ টাকা বা ১২.৫০ গুণ।

কোম্পানিটি কোন পদ্ধতিতে পরিশোধিত মূলধন বাড়াবে, তা জানা সম্ভব হয়নি।

সাধারণত রাইট শেয়ার ইস্যু করে অথবা পুন:রায় প্রাথমিক গণপ্রস্তাব (রিপিট আইপিও) ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হয়।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের হাতে আছে ৭৫ দশমিক ১৫ শতাংশ তথা ১৮ লাখ ৩ হাজার ৬শ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৬ শতাংশ তথা ২ লাখ ১৭ হাজার ৪৪০টি শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে বাকী ১৩ দশমিক ৬৯ শতাংশ তথা ৩ লাখ ২৮ হাজার ৫৬০টি শেয়ার।

মার্কেট আওয়ার/মাসুদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর