ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যের ১০০ প্রতিষ্ঠানে সপ্তাহে চার দিন কর্মদিবস চালু

২০২২ নভেম্বর ২৯ ১১:৩৫:০০
যুক্তরাজ্যের ১০০ প্রতিষ্ঠানে সপ্তাহে চার দিন কর্মদিবস চালু

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চার দিনের কর্ম সপ্তাহের সমর্থকরা বলছেন যে পাঁচ দিনের কর্ম সপ্তাহ পুরানো। এই অভ্যাস সামনে আসা উচিত. চার দিনের কর্মদিবস চালু হলে প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়বে।

গার্ডিয়ানের মতে, এই ১০০টি কোম্পানির মধ্যে অ্যাটম ব্যাংক এবং অ্যাভিন (গ্লোবাল মার্কেটিং কোম্পানি) নামে দুটি বড় কোম্পানি রয়েছে। এই দুটি সংস্থার যুক্তরাজ্যের প্রতিটি অফিসে ৪৫০ জন কর্মচারী রয়েছে। তারা চারদিনের সাপ্তাহিক কর্মদিবস চালু করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এতে কর্মীদের কাজের চাপ কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।

গ্লোবাল মার্কেটিং কোম্পানি অ্যাভিনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম রস সাংবাদিকদের বলেছেন: ‘ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটি রূপান্তরমূলক উদ্যোগ দেখছি। কাজের এই নতুন প্যাটার্ন অবশ্যই ভাল জিনিস নিয়ে আসবে।’

অ্যাডাম রস বলেন, ‘গত দেড় বছরে আমরা কর্মীদের সুস্থতা বৃদ্ধি দেখেছি। এছাড়াও গ্রাহক সেবা, কর্মচারীর সাথে গ্রাহক সম্পর্ক ইত্যাদিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।’

কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্কের গবেষণার অংশ হিসেবে যুক্তরাজ্যের ৭০টি প্রতিষ্ঠান গত সেপ্টেম্বর থেকে সপ্তাহে চার দিন কাজ করছে।

এসব প্রতিষ্ঠানে কর্মচারী রয়েছেন অন্তত তিন হাজার ৩০০ জন। এর মধ্যে রয়েছে আভিন। সপ্তাহে চার দিন বিষ একটি পাইলট প্রকল্প, গবেষকরা বলেছেন।

প্রকল্পের প্রবর্তনের মাঝখানে, কর্মচারীদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা নতুন প্রবিধান সম্পর্কে কেমন অনুভব করেছে। 88 শতাংশ কর্মচারী বলেছেন যে তারা সপ্তাহে চার দিন কাজ করতে উপভোগ করেন। এটি ব্যবসার জন্যও ভালো।

অন্যদিকে, ৯৫ শতাংশ শ্রমিক বলেছেন যে তাদের উত্পাদনশীলতা কিছু এলাকায় একই বা ভাল হয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, বেশিরভাগ কোম্পানি যারা আনুষ্ঠানিকভাবে চার দিনের ওয়ার্কসপ্তাহ চালু করেছে তারা প্রযুক্তি, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিং কোম্পানির মতো পরিষেবা-ভিত্তিক কোম্পানি।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর