ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভাঙনের মুখে সারিকার সংসার

২০২২ নভেম্বর ২৯ ১১:২৭:৪৫
ভাঙনের মুখে সারিকার সংসার

বছর, মাস, তারিখ মিলে একটি একক সংখ্যা। সারিকা একটি নতুন জীবন শুরু করার জন্য একটি শুভ সময় হিসাবে নির্দিষ্ট তারিখটি বেছে নিয়েছিলেন।ভেবেছিলেন জীবনসঙ্গীর সাথে সংখ্যা মিলে যাওয়ার মতো বাকি পথটি হাঁটতে পারবেন তিনি।

কিন্তু সেই আশা দুরাশায় পরিণত হতে চলেছে। বছর শেষ হওয়ার আগেই দুজনের দুপথে চলার যেন শোরগোল। সারিকা দীর্ঘদিন ধরে স্বামীর কাছ থেকে দূরে থেকে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। স্বামীর প্রতি তিক্ততা এতটাই বেড়ে যায় যে আদালতের দ্বারস্থ হতে হয় এ অভিনেত্রীকে। সারিকা গতকাল (২৮ নভেম্বর) তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদের (রাহি) বিরুদ্ধে যৌতুকের দাবি ও লাঞ্ছনার অভিযোগে মামলা করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে রাহীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আবেদনে সারিকা দাবি করেছেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয়। বিয়েতে ২০ লক্ষ টাকা যৌতুক নেওয়া হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার সোনার গয়না এবং ঘরের সমস্ত আসবাবপত্র উপহার দিয়েছিলেন।

বিয়ের কয়েকদিন পর অভিযুক্ত বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে এবং তাকে মারধর শুরু করে। গত ৫ নভেম্বর অভিযুক্ত বদরুদ্দিন সারিকাকে ৫০ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। যৌতুক না দেওয়ায় সারিকাকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠানো হয়।

মামলার আবেদনে বলা হয়, এ বিষয়ে গত ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে একটি মধ্যস্থতা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার একপর্যায়ে আসামি বলেন, ব্যবসার জন্য তাকে ৫০ লাখ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে সারিকাকে তালাক দিয়ে আরও যৌতুক নিয়ে অন্য কোথাও বিয়ে করবে।

গত ফেব্রুয়ারিতে বেশ ধুমধাম করে পারিবারিক পরিবেশে বিয়ে হয় সারিকার। তখন তিনি বিনোদন জগতের বন্ধুদের জানাননি। এরপর গত অক্টোবরে ঢাকার মহাখালীতে একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন সারিকা। জমকালো অনুষ্ঠানের এক মাস পর এলো অভিনেত্রীর নির্যাতন মামলার খবর।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর