ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

২০২৩ অক্টোবর ৩১ ২১:৩৩:৫২
আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবানন থেকে তাদের সীমান্তে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর যায়নি তারা।

সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবাননের হামলার জবাবে তারা পাল্টা হামলা করেছে। এছাড়া তারা ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী অপর এক দলকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলায় সবশেষ ঘণ্টায় হামলার একটি সতর্কবার্তা সক্রিয় ছিল। এছাড়া লেবাননের দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে শনাক্ত করেছে তারা। এগুলো তাদের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করতে পারেনি।

এর আগে ইসরায়েলের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলা চালায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।

হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার এএফপিকে বলেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর