ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সর্বনিম্ন রেকর্ড ডিভিডেন্ড গ্লোবাল হেভি কেমিক্যালের

২০২২ নভেম্বর ২৯ ১০:৪০:৪২
সর্বনিম্ন রেকর্ড ডিভিডেন্ড গ্লোবাল হেভি কেমিক্যালের

ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি এ বছর সর্বনিম্ন রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৫ শতাংশ ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এর আগে ২০১৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৬ সালে ১৫ শতাংশ ক্যাশ, ২০১৭ সালে ১০ শতাংশ ক্যাশ, ২০১৮ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। এটি কোম্পানিটির প্রথম লোকসান। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৩ পয়সা।

২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৬৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর ২০২২।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর