ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কারসাজিদের পৌষ মাস, বিনিয়োগকারীদের সর্বনাশ

২০২২ নভেম্বর ২৮ ১৭:৫৫:০০
কারসাজিদের পৌষ মাস, বিনিয়োগকারীদের সর্বনাশ

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশগ্রহণ করেছে ২৯৫টি কোম্পানি। এরমধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ১২টি কোম্পানির। দর কমেছে ৭৩টি কোম্পানির শেয়ার। আর দর অপরিবর্তিত রয়েছে ২০৯টি কোম্পানির শেয়ার। দর বৃদ্ধি পাওয়া ১০টি কোম্পানির মধ্যে ৫টি শেয়ার নিয়েই কারসাজি হচ্ছে বলে আওয়াজ রয়েছে বিনিয়োগকারীদের মাঝে। এরমধ্যে কয়েকটি কোম্পানির শেয়ার কারসাজির দায়ে জরিমানাও করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কারসাজি হচ্ছে হচ্ছে শেয়ারদর বৃদ্ধি পাওয়া পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে সোনালী পেপার, পেপার প্রসেস এবং মুন্নু এগ্রো, সোনালী আঁশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারবাজারের এত পতন হলেও এই কোম্পানিগুলোর শেয়ারদরে তেমন কোন প্রভাব পড়ছে না। বরং এই কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েই চলেছে।

কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজির দায়ে বিএসইসি যে জরিমানা করেছে। তা কেবল কারসাজি চক্রকে দোষ মুক্ত করার লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। কারণ এই সকল কোম্পানির শেয়ার কারসাজি করে এই চক্র ৩০-৫০ কোটি টাকা আয় করলেও বিএসইসির যে জরিমানা তা মুনাফার ৫ শতাংশেরও কম। যা কারসাজিকারীর সহায়ক হিসেবে কাজ করেছে।

কারণ কারসাজিকারী শেয়ারগুলো নিয়ে কারসাজিকারকদের যে জরিমানা করেছে, তাতে করে এই কারসাজি চক্র বিএসইসিতে জারমানা জমা দিয়ে নিজেদেরকে পরিচ্ছন্ন করার সুযোগ তৈরী হয়েছে।

আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই এই চক্র শেয়ারবাজারের এই খারাপ সময়েও দল বেড়েই চলেছে। যা কারসাজিদের পৌষ মাস, বিনিয়োগকারীদের সর্বনাশ হিসেবেই দেখছে শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর