ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নেদারল্যান্ডস ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

২০২৩ অক্টোবর ২৭ ১৫:১৩:১৪
নেদারল্যান্ডস ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

সবশেষ দুই ম্যাচে ইনজুরির কারণে দলে না থাকা তাসকিন আহমেদ ফিরতে যাচ্ছেন এই ম্যাচে।

ম্যাচের আগের দিন আজ কলকাতায় সংবাদ সম্মেলনে এসে এই পেসার শুনিয়েছেন এমন আশার বাণী।

ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কাঁধের চোটের কারণে খেলতে পারেননি তাসকিন আহমেদ।

এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি পেসার।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচে খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এবার তাসকিন ফিরলে ১৫ সদস্যের স্কোয়াড চোটমুক্ত হবে।

এর ফলে একাদশ গড়ার ক্ষেত্রে বাড়তি চিন্তায় পড়তে হবে না টিম ম্যানেজমেন্টকে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর