ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অর্ধেক বিশ্বকাপ শেষ! সেমিফাইনালে চার দল নিশ্চিত

২০২৩ অক্টোবর ২৭ ১৪:৫২:২০
অর্ধেক বিশ্বকাপ শেষ! সেমিফাইনালে চার দল নিশ্চিত

বিশ্বকাপ থেকে বিদায় প্রায় পাকা নেদারল্যান্ডসের। ৫ ম্যাচে মাত্র ১টি জয়ে তাদের পয়েন্ট ২। পয়েন্ট টেবিলের শেষ পজিশনে রয়েছে তারা। আগামী ম্যাচগুলো হবে ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। প্রতিটি ম্যাচই তাদের কাছে ফাইনালের সমান।

অন্যদিকে, বাংলাদেশের পরিস্থিতিও স্থিতিশীল নয়। ৫ ম্যাচে জয় মাত্র একটি। পরের ম্যাচগুলো পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে। পর পর কঠিন ম্যাচ। আর প্রতিটা ম্যাচ জেতাও তাদের পক্ষে কঠিন।

শ্রীলঙ্কা ও আফগানিস্তান দলের জন্য সেমিফাইনালে ওঠা খুবই কঠিন। তবে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান। সামনের ম্যাচগুলো কঠিন হতে চলেছে তাদের। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে।

তবে শ্রীলঙ্কার কিছুটা সুযোগ আছে। পাঁচ ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। এবার ছন্দে দেখা যায়নি শ্রীলঙ্কা দলকে। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না।

টিম ইন্ডিয়ার পয়েন্ট ১০। আগামী ৪টি ম্যাচে মাত্র ২টি ম্যাচ জিততে হবে ভারতীয় দলকে। তা হলেই ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাবে ভারত। পরের ম্যাচগুলো হবে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে।

এবার টুর্নামেন্টে শুরুটা দুরন্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচে ৮ পয়েন্ট। পাকিস্তানের এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৪ পয়েন্ট। সেমিফাইনালে যাওয়ার পথটা খুবই কঠিন তাদের জন্য। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮।

পরের ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মতো মারাত্মক দলের বিরুদ্ধে। তারা যদি বাকি চার ম্যাচের একটিতেও হারে, তা হলে এবারের মতো সব আশা শেষ। একই অবস্থা ইংল্যান্ডেরও।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর