ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কাতারে ডাচদের শক্তিশালী স্কোয়াড

২০২২ নভেম্বর ১২ ০৮:২১:২৩
কাতারে ডাচদের শক্তিশালী স্কোয়াড

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের পর থেকে ডাচদের গোলপোস্টের দায়িত্বে ছিলেন জাম্পার সিলেসন। তবে তিনি কাতারের ফ্লাইটে উঠছেন না। ২৬ সদস্যের দলে তাকে রাখা হয়নি।

ঘোষিত স্কোয়াডে ডাচ লিগে খেলা সর্বোচ্চ ৭ জন অ্যাজাক্স ফুটবলার রয়েছে। বার্সেলোনা থেকে ফ্রাঙ্কি ডি জংয়ের সাথে মেমফিস ডেপেকে ডাকা হয়েছে।

বিশ্বকাপে নেদারল্যান্ডস দল

গোলরক্ষক: জাস্টিন বিজলো (ফেইনোর্ড), রেমকো পাসভির (আজাক্স), অ্যান্ড্রিস নপার্ট (এসসি হিরেনউইন)।

রক্ষণভাগ: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), নাথান অ্যাকে (ম্যানচেস্টার সিটি), ডেইলি ব্লাইন্ড (এআইএক্স), জুরিন টিম্বারলেক (এআইএক্স), ডেনজেল ​​ডামফ্রিজ (ইন্টার মিলান), স্টেফান ডি ভার্জ (ইন্টার মিলান), ম্যাথিজ ডি লিচ্ট (বায়ার্ন মিউনিখ) ), টাইরেল মালাশিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরেমি ফ্রিম্পং (বেয়ার লেভারকুসেন)।

মিডফিল্ড: ফ্রাঙ্কি ডি জং (বার্সেলোনা), স্টিভেন বারগুইস (আজাক্স), ডেভি ক্লাসেন (আজাক্স), টুন কোয়েপমিনার্স (আটলান্টা), কোডি গাকপো (পিএসভি), মার্টেন ডি রুন (আটলান্টা), কেনেথ টেলর (আজাক্স), জাভি সিমন্স (পিএসভি) ) ))

ফরোয়ার্ড: মেমফিস ডেপে (বার্সেলোনা), স্টিভেন বার্গভিজন (আজাক্স), ভিনসেন্ট জ্যানসেন (রয়্যাল এন্টওয়ার্প), লুক ডি জং (পিএসভি), নোয়াহ ল্যাং (ক্লাব ব্রুগ), ভাউট ওয়েগারস্ট (ব্যাসিকাটাস)।

শাজিহো/

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর