ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা

২০২২ নভেম্বর ২৮ ১৪:০৯:৩৫
এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে ছাত্রীদের পাসের হার ৮৭.৭১ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮৭.১৬ শতাংশ।

গতবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ আর ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ ছিল।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টার পর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন। অন্যদিকে ৯ লাখ ৯৮ হাজার ১৯৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৭০ হাজার ৪৬ জন।

চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ২৬ হাজার ৫৮২ জন ছাত্রী। পাস করেছে ৭ লাখ ৩০ হাজার ৮২৬ জন। পাসের হার ৮৮.৪৪ শতাংশ। অন্যদিকে ৭ লাখ ৬২ হাজার ৭৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন। পাসের হার ৮৭.৭৫ শতাংশ।

দাখিল পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ২৪২ জন ছাত্রী অংশ নেয়। পাস করেছে ১ লাখ ১০ হাজার ৫০৬ জন। পাসের হার ৮২.৩২ শতাংশ। অন্যদিকে ১ লাখ ২৫ হাজার ৮৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৭৭ জন। পাসের হার ৮২.১২ শতাংশ।

আর কারিগরি বোর্ডের অধীনে ৩৫ হাজার ১২০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৩২ হাজার ২৪১ জন। পাসের হার ৯১.৮০ শতাংশ। অন্যদিকে ১ লাখ ১০ হাজার ২২৮ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৯২৪ জন। পাসের হার ৮৮.৮৪ শতাংশ।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর