ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ অক্টোবর ২৫ ১৩:৫২:৫৬
আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি প্রোপাগান্ডা।’

বিএনপির সমাবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি সমাবেশের যে অনুরোধ করে, ঠিক কিভাবে করেছেন তা আমাদের পুলিশ কমিশনার জানেন। তারা এতো লোক আনবেন ঘোষণা দিয়েছেন, কিংবা পত্রপত্রিকায় জানান দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন, আমাদের কাছে যেগুলো আসছে, তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করে সবাইকে ঢাকায় নিয়ে আসবেন। সেরকমই যদি হয় তাহলে তো এতো লোক ঢাকায় আসলে একটা অন্য ধরণের পরিস্থিতি হতে পারে। সে জন্যই আমাদের কমিশনার সাহেব তাদেরকে কোথায় এই সমাবেশটা করতে দেবেন এটা তিনি বুঝবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে দেশের সরকার বদল হবে। তবে সংবিধানের বাইরে গিয়ে কেউ কিছু করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

এই সময় জামায়াত ইসলামকে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত ইসলাম কোনো নিবন্ধিত দল নয়। এর আগেও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দলটি। এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের কাছে জামায়াত বলে কোন কথা নেই, দেশের নিয়ম কানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কোন কথা বলতে পারেন। এটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের চর্চা এখানে আছে।’

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর