ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রেমের টানে ঈশ্বরদী এসে ঘর বাঁধলেন মার্কিন তরুণী

২০২৩ অক্টোবর ২৪ ১৮:১৭:০৪
প্রেমের টানে ঈশ্বরদী এসে ঘর বাঁধলেন মার্কিন তরুণী

গত ২১ অক্টোবর বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর বাসিন্দা আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

আসাদুজ্জামান ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ করেন। বিয়ের পর ঈশ্বরদী শহরের পায়রাখালী এলাকায় বাসা ভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন।

জানা যায়, এক বছর আগে ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনেই বিয়ে করার কথা ভাবেন। পরে ডেভিডসন আমেরিকা থেকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। গত শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরদিন রোববার (২২ অক্টোবর) সকালে ঢাকায় বিয়ে করেন তারা। ইসলামের নিয়মে আসাদুজ্জামান রিজুর সাথে তার বিয়ে হয়। বিয়ের আগে ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর বিকেলে তিনি ঈশ্বরদীর বাড়িতে আসেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর