ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যদের সম্মানী বাড়লো

২০২৩ অক্টোবর ২৩ ০৯:৩৭:০৬
কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যদের সম্মানী বাড়লো

এদিন বোর্ড সভায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নীতি কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। নতুন কমিটিতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের বাইরে প্রথমবারের মতো ৩ জন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কমিটির আকারও ছোট করা হচ্ছে। মুদ্রানীতি প্রণয়নে বর্তমানে ৯ সদস্যের কমিটি রয়েছে। এ কমিটির প্রধান গভর্নর। বাকী ৮ সদস্যের মধ্যে আছেন- চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালক। তবে পুনর্গঠিত কমিটি হবে ৭ সদস্যের, যার প্রধানও হবেন গভর্নর।

তবে নতুন কমিটিতে ৩ জন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে তাদের জায়গায় বাইরে থেকে ৩ জন বিশেষজ্ঞকে যুক্ত করা হচ্ছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান, বিআইডিএসের মহাপরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড কর্তৃক মনোনীতি একজন। অপর সদস্যের মধ্যে থাকবেন মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালক।

এছাড়াও বোর্ড সভায় দু‌টি ডি‌জিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তা‌দের লেটার অব ইনটেন্ট বা সম্মতিপত্র (এলওআই) দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া আরও ৬টি প্র‌তিষ্ঠান নীতিগত অনুমোদন পেয়ে‌ছে। সবমি‌লি‌য়ে পর্যায়ক্র‌মে ৮টি প্র‌তিষ্ঠান ডি‌জিটাল ব্যাংক খুল‌তে পার‌বে। এলওআই পাওয়া ডি‌জিটাল ব্যাংকগু‌লো হ‌লো- নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, যারা এলওআই পেয়েছেন তাদের অবশ্যই ৬ মাসের মধ্যে মূলধন সংগ্রহসহ শর্ত পূরণ করে চালু করতে হবে। তাদের লাইসেন্সের জন্য ৩ কোটি টাকা নেওয়া হবে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং শাখা খুলতে ব্যাংকের সঙ্গে যুক্ত ৩টি প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা ফি দিতে হবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর