ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল

২০২২ নভেম্বর ২৭ ২১:২৯:৫৪
পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল

ডিএসইর মাধ্যে কোম্পানিটি জানিয়েছে, পরিশোধিত মূলধন বাড়াতে বিনিয়োগকারীদের সম্মতি গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, এর বর্তমান উদ্যোক্তা পরিচালক মিনোরি বাংলাদেশের (মালিক পক্ষ) পক্ষে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার বরাদ্দ করবে।

আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ ডিসেম্বর ২০২২ নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.০৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

২০১৬ সালে সর্বশেষ কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর