ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মারা গেছেন সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী

২০২৩ অক্টোবর ২১ ১৯:২৮:৪৫
মারা গেছেন সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী

আজ শনিবার (২১ অক্টোবর) ভোর রাত ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। খবর বাসস।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী।

এর আগে গত ৯ অক্টোবর ফখরুল ইসলাম ব্রেইন স্টোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সার্পোটে নেয়া হয়েছিল।

আজ দুপুর ১২টায় তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার বনকুটে প্রথম জানাজা এবং বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাজধানীর বানানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর