ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন হারের পর অবশেষে জয় পেল শ্রীলংকা

২০২৩ অক্টোবর ২১ ১৯:২৫:৫৪
তিন হারের পর অবশেষে জয় পেল শ্রীলংকা

২৬৩ রানের টার্গেটটা তারা ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে।

২৬৩ রানের টার্গেটে খেলতে নেমে ৫২ রানের মধ্যে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসকে হারিয়ে বিপর্যয়ে পড়ে সিংহলিজরা। দল একশ রান পেরোনোর পরপর পাথুম নিশাঙ্কাও সাজঘরের পথ ধরেন। তখন ডাচদের হাতে টানা দ্বিতীয় অঘটনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

যদিও তা হতে দিলেন না সাদিরা সামারাবিক্রমা। চারিথ আসালঙ্কা (৪৪) ও ধনাঞ্জয়া ডি সিলভাকে (৩০) নিয়ে তিনি দলকে নিরাপদে তীরে পৌঁছে দেন। সাদিরা ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন।

এর আগে পেসম্যান কাসুন রাজিথা আর দিলশান মাদুশঙ্কার গতিঝড়ে শুরুতেই এলোমেলো হয়ে যায় নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ। দলটি ৯১ রানে হারায় ৬ উইকেট।

কিন্তু লড়াকু চরিত্রের ডাচরা দমে যায়নি। সেখান থেকে শুরু হয় লোয়ার মিডল ও টেল-এন্ডের লড়াই। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভাবে ২৬২ রান তুলে অলআউট হয় নেদারল্যান্ডস।

রাজিথা ডাচদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর তার সঙ্গে ধ্বংসযজ্ঞে নাম লেখান মাদুশঙ্কা। দুজনের তোপের মুখে ৯১ রানের মধ্যে সাজঘরে ফেরেন বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এরপর ৩৫ বছর বয়সী সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ৩৩ বছর বয়সী লোগান ফন বিকের অবিশ্বাস্য লড়াই দেখেছে লক্ষ্ণৌর দর্শক। দুজনের ১৪৩ বলে ১৩০ রানের জুটিতে ডাচদের সংগ্রহ দুশ ছাড়িয়ে যায়।

৮২ বলে ৭০ রান করে মাদুশঙ্কার শিকার হন এঙ্গেলব্রেখট (২২১/৭)। এরপর আরো ৪১ রান যোগ করে অলআউট হয় নেদারল্যান্ডস।

মাদুশঙ্কা ৪৯ রানে ও রাজিথা ৫০ রানে সমান চারটি করে উইকেট নেন মহিশ থিকসানা নেন একটি উইকেট।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর