ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ভারত

২০২৩ অক্টোবর ২১ ১০:৩৮:৪১
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল ভারত

নিজের বলে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান পান্ডিয়া। এর পর আর বল করতে পারেননি তিনি। হাসপাতালে স্ক্যানও করানো হয়। যেখানে তার ইনজুরি ধরা পড়েছে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেওয়া হয়েছে।

দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছেন না তিনি। পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে উঠলে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবর লখনৌ বিগ ম্যাচের আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিকে গতকাল শুক্রবার (২০ অক্টোবর) বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, পান্ডিয়া বাঁ পায়ের গোড়ালির ইনজুরির কারণে ধর্মশালায় যাচ্ছে না। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ তাকে পর্যবেক্ষণে রাখবে।

পান্ডিয়ার ইনজুরিতে একাদশ সাজানো নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল ভারতের টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় অতিরিক্ত বোলার নেওয়া হবে নাকি ব্যাটার নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর