ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস

২০২৩ অক্টোবর ২১ ১০:০১:১৪
সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস

বৈঠক শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ২৯ সেকেন্ডের একটি ছবির গল্প প্রকাশ করা হয়। সেখানে বার্তা হলো সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষিত হয়। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, নির্বাচিত নেতাদের জবাবদিহি করার একটি মাধ্যম; যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার প্রতি সমর্থন জানানোর জন্য আমরা মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটের সিনিয়র সম্পাদকদের স্বাগত জানাতে পেরে গর্বিত।

জানা যায়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মার্কিন ভিসা-নীতি নিয়ে কথা হয়। দূতাবাসের ফটো-স্টোরি অনুযায়ী অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর