ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতের কাছে হারে ব্যাটারদের দোষ দেখছেন শান্ত

২০২৩ অক্টোবর ২০ ০৯:৫৮:২২
ভারতের কাছে হারে ব্যাটারদের দোষ দেখছেন শান্ত

এর আগে পুনেতে ম্যাচের আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মন্তব্য করেছিলেন বাংলাদেশ সামর্থ্যের শতভাগ খেললে আর ভারতের সেরা দিন না গেলে জেতা সম্ভব। বাংলাদেশ সামর্থ্যের শতভাগ না খেললেও ভারত তাদের সেরাটাই দিয়েছে। ফলস্বরূপ দুই ওপেনার ভালো শুরু এনে দেওয়ার পরেও মাত্র ২৫৬ রান আর ৪১.৪ ওভারেই সেই রান তাড়া করে জিতে নিয়েছে ভারত।

ম্যাচ শেষে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বভার পাওয়া নাজমুল শান্ত জানিয়েছেন, ভারত কেন সেরা দল আজও তা দেখিয়েছে, ‘ভারত সবসময় খুব ভালো দল, সামর্থ্যবান দল। আজও তারা তা দেখিয়েছে। সব দলই ভালো, আমরা কেবল ভালো ক্রিকেট খেলতে পারিনি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারবো।’

এ ছাড়া সাকিব আল হাসান ভালো আছেন বলেও জানিয়েছেন শান্ত। তার মতে, আগামী ম্যাচে একাদশে পাওয়া যাবে সাকিবকে। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মুম্বাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর