ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাবেক ডিসির সঙ্গে নারীর ভিডিও ভাইরাল, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

২০২৩ অক্টোবর ২০ ০৯:৪৪:২২
সাবেক ডিসির সঙ্গে নারীর ভিডিও ভাইরাল, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দীন বলেন, ‘বিয়ের কথা বলে ভুক্তভোগী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সাবেক ডিসি হাবিবুর রহমান। কিন্তু পরে তিনি বিয়ে করতে রাজি হননি। ফলে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো জবাব দেননি তিনি। এ কারণে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব।’

গত দুই দিন ধরে বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমানের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের তিনটি ভিডিও ভাইরাল হয়েছে। এসব ভিডিও ফেসবুক মেসেঞ্জার, আইএমও, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জেলার একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন কর্মকাণ্ডের সমালোচনা ও নিন্দার পাশাপাশি মানুষ কৌতূহলবশত ভিডিওটি দেখার চেষ্টা করছে।

বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমান বরগুনার ডিসি হিসেবে যোগদান করেন। আড়াই বছর পর ২০২৩ সালের ৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সরিয়ে উপসচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। তিনি নবাগত জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে ৩০ জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। ৪ সেপ্টেম্বর উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতিও পেয়েছেন হাবিবুর রহমান।

জানা যায়, হাবিবুর রহমান ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনায় ডিসি হিসেবে যোগদান করেন। আড়াই বছর পর ২০২৩ সালের ৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণ করে উপ-সচিব পদে পদায়ন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা। তিনি নতুন জেলা প্রশাসক মো. ৩০ জুলাই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ৪ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে উপসচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যাচ্ছে, ‘দুই দিন পর্যন্ত তোমার এত ফোন আসে। ভালোভাবে তোমার সঙ্গে কথাও বলা যায় না। ডিসির হাতে একটি অপো টাচ ফোন।’ দ্বিতীয় ভিডিওতে হাসি-তামাশা করে ওই নারীর কপালে চুমু দিতে দেখা যায়। পাশাপাশি লাল কভার বালিশে শুয়ে গল্প করছেন তারা। তৃতীয় ভিডিওটি হালকা অন্ধকারে। সেখানে অন্তরঙ্গ পরিবেশ। আনন্দ-ফুর্তির শব্দ শোনা যায়।

আরও জানা যায়, ওই নারীর স্বামী ছিলেন একজন পাইলট। তার একটি মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর ডিসির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। ডিসি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছেন। ঘুরেছেন দুজন বিভিন্ন দর্শনীয় স্থানে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর