ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নৌযান শ্রমিক ধর্মঘটে দুর্ভোগে লঞ্চ যাত্রীরা

২০২২ নভেম্বর ২৭ ১৫:৫৪:৩১
নৌযান শ্রমিক ধর্মঘটে দুর্ভোগে লঞ্চ যাত্রীরা

কোনো পূর্ব ঘোষণা না দেওয়া কিংবা সংগঠনের পক্ষ থেকে মাইকিং না করায় যাত্রীরা ঘাটে এসে চরম দুর্ভোগে পড়েছে।

রোববার(২৭ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, ‘গতকাল শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চাঁদপুর থেকে সিডিউলের সবগুলো লঞ্চ ছেড়ে গেছে। সকাল থেকে বন্ধ রয়েছে। লঞ্চ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। তাদের মধ্যে সুরাহা হলে আবার লঞ্চ চলাচল শুরু করবে।’

দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, চাঁদপুর লঞ্চঘাটে কোনো লঞ্চ নেই। পুরো ঘাট ফাঁকা। শুধু কিছু অটোরিকশা ঘাটে যাত্রী নিয়ে আসছে, আবার নিয়ে ফিরেও যাচ্ছে। যেসব যাত্রী শ্রমিক ধর্মঘটের বিষয়ে জানেন না, তারা এসেও ঘাটে উপস্থিত হচ্ছেন।

ফরিদগঞ্জ থেকে দুই সন্তানকে নিয়ে আসা যাত্রী ফিরোজা বেগম বলেন, ‘লঞ্চ ধর্মঘটের বিষয়ে জানি না। যে কারণে বাড়ি থেকে ৩০০ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে এসেছি। সড়ক পথে এখন সন্তানদের নিয়ে যাওয়াও সম্ভব নয়। আমাদের এমন ভোগান্তিতে ফেলার কোনো মানে হয় না।’

এসবি

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর